নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার – কুর্শি সড়কের একটি ব্রিজ যেন মরন ফাদেঁ পরিণত হয়েছে। সরজমিনে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার থেকে কুর্শি ইউনিয়নে আসার একমাত্র সড়কের হৈবতপুর গ্রামস্থ একটি ব্রিজ মরণ ফাদেঁ পরিণত হয়েছে। ব্রিজটির ৫৫ শতাংশ ভেঙে মারাত্মক আকার ধারণ করেছে কিন্তু তারপরও ভাঙা ব্রিজের উপর দিয়ে প্রাইভেট কার, মালামাল বোঝাই ট্রাক,পিকআপ ভ্যান, সিএনজি সহ বিভিন্ন যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে কিন্তু তাতে থামছে না দূর্ঘটনার মাফকাঠি। দিনের আলোতে দূর্ঘটনার সংখ্যা কম থাকলেও একটু রাত হলেই প্রতিদিনিই চালকদের অসচেতনতার কারণে ঘটছে একের পর এক দূর্ঘটনা কিন্তু থেমে নেই যানবাহন চলাচল। হৈবতপুর গ্রামের আবুল হাসেম জানান, সন্ধ্যার পর যখন গোপলার বাজার থেকে স্থানীয় লোকজন যখন হেটে হেটে একদিকে আসে তখন অসচেতনতার কারণে ব্রিজের ভাঙা অংশে পা পরে যায় তাতে নানা দূর্ঘটনার সম্মুখীন হতে হয়। এই ব্রিজটি দ্রুত সংস্কার করার জন্য জনপ্রতিনিধিদের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।