এএফএম ফারুক-চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ দোয়ারাবাজারে এক গাঁজাখোরের ঘুষিতে এক প্রবাসী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় ৮টায় উপজেলার নরসিংপুর বাজারে এঘটনা ঘটে। জানা যায়, নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের নবনির্বাচিত ইউপি মেম্বার আসিক আলীকে নরসিংপুর বাজারে গাঁজা খেয়ে গালাগাল শুরু করে একই গ্রামের রাজমিস্ত্রি শানুর মিয়া (৩০)। সে নিজেকে আ’লীগ নেতা দাবি করে সরকারি মালামাল না দেয়ার অজুহাতে মেম্বারকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকলে তার বড় ভাই দুবাই প্রবাসী মহসিন আলী এতে বাঁধা দেন। এসময় মহসিন আলীর সাথে তার কথাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে গাঁজাখোর শানুর আলীর মহসিন আলী মাঠিতে লুঠিয়ে পড়েন। পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর থেকে শানুর আলী পলাতক রয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।