মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- নিখোঁজের দুইদিন পর দিনাজপুরের চিররবন্দর উপজেলার আত্রাই নদী থেকে রফিকুল ইসলাম নামে এক স্কুল শিক্ষকের লাশ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত স্কুল শিক্ষক ওই এলাকার হাটখোলা গ্রামের খবির উদ্দিনের ছেলে এবং চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক।
জানা যায়, ২৩ই জুলাই (শনিবার) দিবাগত রাত ৯টায় অজ্ঞাতনামা ব্যক্তি রফিকুল ইসলামের মুঠোফোনে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত অনেক গভীর হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তাঁর ব্যবহৃত মুঠোফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। তাঁকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করেও না পাওয়া যাওয়ার বিষয়টি গত ২৪ই জুলাই (রবিবার) চিরিরবন্দর থানা ও বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।
২৫ই জুলাই (সোমবার) তার লাশ আত্রাই নদীর চকরামপুর ঘাটের কাছে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে, পুলিল এসে লাশ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এটা হত্যা কিংবা পানিতে পড়ে গিয়েও মারা যেতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।