মো: নাইম তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্দোগ্য আলোচনা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ০৩ ঘটিকায় স্থানীয় পাথারিয়া বাজারে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.বাবুল মিয়া’র সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. হুমায়ূন মিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান তুহিন।
প্রধান অতিথি বলেন, বিএনপি সরকার যতদিন এদেশে ক্ষমতায় ছিল ততদিন সাধারণ মানুষজন শান্তিতে ছিলেন , আর বর্তমান ফ্যাসিবাদ সরকার আওয়ামীলিগের গুন্ডাবাহীনির তান্ডবে আজ দেশের সাধারণ মানুষজন ও নিরাপদ নয়।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো আঙ্গুর মিয়া, বিএনপির প্রবীণ নেতা মো. তাজুদ মিয়া। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, শুকুর আলী, সাকির আহমেদ তাজ উদ্দিন,আব্দুল শহীদ, মুহিত মিয়া প্রমুখ।
আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে ইউনিয়নের দুইটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ২ নং ওয়ার্ডে মো গওস মিয়া কে সভাপতি ও হুমাইন কবির কে সাধারণ সম্পাদক এবং ৩ নং ওয়ার্ডে আবুল ফজল কে সভাপতি ও সালমান মিয়াকে সাধারণ সম্পাদক করে উভয় ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।