জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঢুকে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রোববার সকালে আল আকসা মসজিদের কম্পাউন্ডের ভেতর ঢুকে প্রতিবাদকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এ সময় তাদের ওপর পাথর নিক্ষেপ করে আল আকসায় অবস্থান নেয়া ফিলিস্তিনি প্রতিবাদকারীরা।
এর আগে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালান আল আকসা চত্বরে দু’টি মুসলিম সংগঠনের কর্মীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফিলিস্তিনে।
জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থাপনা।