এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাস, চাাঁদাবাজি, নৈরাজ্য, ছাত্র ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় জেলা সভাপতি আসাদুজ্জামানের নেতৃত্বে মিছিলটি নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আসাদুজ্জামান বলেন, সারাদেশে শিক্ষাঙ্গন গুলোতে আজ আর শিক্ষার পরিবেশ নেই। ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ড আর ছাত্র শিক্ষক নির্যাতনে শিক্ষাঙ্গনগুলোতে আজ বিভীষিকাময় পরিবেশ বিরাজ করছে। পিতৃতুল্য শিক্ষকরাও আজ ছাত্রলীগের হাত থেকে নিরাপদ নন। শিক্ষকরা ছাত্র নামধারী ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে মার খাচ্ছে। একের পর এক সাধারন ছাত্ররা নির্যাতনের শিকার হচ্ছে।
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করুন। সন্ত্রাসী ছাত্রলীগেকে নিষিদ্ধ করুন। নইলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। তখন যেকোন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।
মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মু. জামাল উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম নাঈম, নরসিংদী শহর উত্তর সভাপতি এলতাছ হোসেন, শহর দক্ষিণ সভাপতি দেলোয়ার হোসেন, সরকারি কলেজ সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ ছাত্ররা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই