স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) কুয়েত সিটির গুলশান হোটেলে সংগঠনের সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েতের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ নজরুল, কুয়েত স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আকবর হোসেন, সুলতান ফারুক, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মঈনুল আল-ইসলাম।
বক্তব্য রাখেন, মোহাম্মদ কামাল, জাকির খান, মোহাম্মদ আলী, এলাহি তালুকদার, নবী উল হক মিলনসহ অনেকে।
অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বিলাল উদ্দিনকে।
পরে নৈশভোজের মধ্যদিয়ে বিজয় দিবসের আলোচনা সভার সমাপ্তি ঘটে।