
বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েতের সহ-সভাপতি মাইন উদ্দিন মইনের পিতা বাঞ্জারামপুর উপজেলাস্থ তেজখালী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম ডাক্তার তাজুল ইসলামের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত সিটির রাজধানী হোটেলে আওয়ামীলীগ কুয়েত শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কুয়েত শাখার সভাপতি সেকান্দার আলী।

আওয়ামীলীগ নেতা ফয়েজ কামাল এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা যথাক্রমে- আতাউল গনি মামুন,আকবর হোসেন,আব্দুল হাই মামুন, মুরাদুল হক চৌধুরী,আব্দুল আলিম,শাহ নেওয়াজ নজরুল,আশরাক আলী ফেরদৌস, কামরুজ্জামান টিটু,সুরুক মিয়া,শামছুল হক,বাহার উদ্দিন,বেলাল উদ্দিন,কামাল হোসেন,ইমাম উদ্দিন বাদল,আবুল কালাম আজাদ,আব্দুর রাজ্জাক ভুঁইয়া, ফয়সল আহমদ,তৌহিদুল আলম চৌধুরী প্রমুখ।
বক্তারা প্রয়াত তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি তার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন।