আ হ জুবেদঃ গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় কুয়েতের সার্কসিটি টাওয়ার হোটেলের বলরুমে আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদের উদ্যোগে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী কবিদের ”স্বপ্নের সাতকাহন” যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
কুয়েত প্রবাসী কবি ও সাংবাদিক এবং আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদের সভাপতি নাসরিন আক্তার মৌসুমির সম্পাদনায় বিশ্বের ৮টি দেশে বসবাসরত ২৪ জন জন কবির যৌথ কাব্যগ্রন্থ ”স্বপ্নের সাতকাহন” বইটির মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা দেয়া হয়েছে।
সাবরিনা সুলতানা টায়রা ও নাসিমা সরকার এর যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, মেজর ইমাম, ডাক্তার মনিরুজ্জামান,মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট সংগঠক হাজি জুবের আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক মঈন উদ্দিন সুমন, সাংবাদিক শরিফ মিজান, সাংবাদিক আল আমিন রানা, সাংবাদিক সাদেক রিপন, আই,এম,এফ এর সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জহির, লেখক নাসের উদ্দিন খোকনসহ কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বক্তব্য দিতে গিয়ে বলেন, আমার ১০টি কবিতা এই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে, নিশ্চয় এটি আমার জন্য বেশ আনন্দের বিষয়।
রাষ্ট্রদূত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনেক দিন পর একটি ভালো অনুষ্ঠানে যোগ দিতে পারলাম, এ ধরনের অনুষ্ঠানের আয়োজকরা অবশ্যই প্রশংসার দাবীদার।
অনুষ্ঠানে ৬ জনকে গুণীজন সম্মাননা দেয়া হয়, এরা কবি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা, যথাক্রমে, ১/ সুলতানা কামাল ২/ মোয়াজ উদ্দিন ৩/ কৃতি ছাত্রী নওরীন নেয়াজ ৪/ শিশু বন্ধু জহিরুল কাইয়ূম বাহার ৫/সেলিম রেজা ৬/মঈন উদ্দিন সুমন।
নৃত্য শিল্পী ওয়ারদী পাল চমৎকার নৃত্য পরিবেশন করে মঞ্চ মাতানোর পর কবিতা আবৃতি করেন সাংবাদিক আ হ জুবেদ, কুয়েত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, কবি হুমায়ূন কবির, সাংবাদিক অভীসহ অনেকে।
অতিথি আপ্যায়নে বিশেষ ভূমিকা রাখেন, সোব্রা পাল।
শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।