আ হ জুবেদঃ আজ মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।
আনন্দ-উৎসব এবং নানা আয়োজনের মধ্য দিয়ে দেশটিতে বসবাসরত ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশীসহ বিভিন্ন দেশের প্রায় সাড়ে ৭ লক্ষ অভিবাসী খ্রিস্টান সম্প্রদায় পালন করেছে এই বিশেষ দিনটি।
বিশেষ এ দিনটি উপলক্ষে কুয়েত সিটিতে অবস্থিত মালিয়া গির্জাসহ বেশ কয়েকটি এলাকার গির্জায় খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন।
এছাড়াও নানা আয়োজনের পাশাপাশি কুয়েতের মাহবুলা এলাকার নিউ গালফ্ ইন্ডিয়ান স্কুলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
ইসলাম ধর্ম প্রধান কুয়েতে অধিকাংশ নাগরিক মুসলিম। দেশটিতে সংখ্যালঘু খৃষ্টান সম্প্রদায়ের ২০০ থেকে ৪০০ জনের মতো খৃষ্টান কুয়েতি নাগরিক আছেন, বড়দিন উপলক্ষে মালিয়া গির্জায় এসম্প্রদায়ের স্থানীয় নাগরিকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।