বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম (আইএমএফ)এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুয়েত সিটির হলিডে হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জহির।
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রবাসী ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সোসাইটি কুয়েতের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স সোসাইটির সাধারণ সম্পাদক, মুশফিকুর রহমান, হজরত আলী মল্লিক, কবি আজাদ নূর,কবি আব্দুল মালিক ও নুরুল ইসলাম।
ঢাকা থেকে টেলি কনফারেন্স’র মাধ্যমে বক্তব্য রাখেন, চিকিৎসক, লেখক ও উপস্থাপিকা ফারহানা মোবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা।
অনুষ্ঠান শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।