রাঙ্গুনিয়া প্রদিনিধি : শুদ্ধ সংগীতের পুজারী বিশিষ্ট উচ্চাঙ্গ এবং নজরুল সংগীত শিল্পী রাজেশ সাহা’র ৪৫ তম জন্মদিন উপলক্ষে রাঙ্গুনিয়া, কাপ্তাই, রাউজান রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার এলাকায় তার কাছ থেকে সংগীতের তালিম নেয়া ছাত্রছাত্রীরা একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কমিউনিটি সেন্টারে ওস্তাদ রাজেশ সাহা’র একক সংগীতানুষ্ঠান মোমবাতি প্রজ্বলন করে উদ্বোধন করেন উপমহাদেশের বিখ্যাত সংগীতগুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী। অনুষ্ঠান উদ্যাপন পরিযদের আহবায়ক বিপুল বড়–য়ার সভাপতিত্বে ও প্রধান অনুষ্ঠান সমন্বয়ক সাংবাদিক ঝুলন দত্তের স ালনায় গুণী এই শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা বাণী চক্র সংগীত একাডেমীর সভাপতি ফরিদ আহমদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. নারায়ন চন্দ্র দাশ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার, বাংলাভিশনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমীর সভাপতি জয়সীম বড়ুয়া, চন্দ্রঘোনা ভৈরবী শিল্পী গোষ্ঠীর সভাপতি জন অশোক বাড়ৈ, রাঙ্গুনিয়া পুজা উদযাপন পরিযদের সাবেক সভাপতি অধ্যাপক অসীম কুমার শীল, পুজা উদ্যাপন পরিযদের সাধারন সম্পাদক শৈবাল চক্রবর্তী, রাঙ্গুনিয়া নিবেদন শিল্পী একাডেমীর অধ্যক্ষ গিয়াস উদ্দিন কাজল, নাট্যকর্মী মিজানুর রহমান চৌধুরী বাবু, রাঙ্গামাটি বেতার শিল্পী রিপন ঘোষ, সংস্কৃতিকর্মী কনকন দাশ, জুলিয়ানা সাদেক সোমা, রানা বড়–য়া, বিপ্লব দাশ, তপু বড়ুয়া, শ্যামল বড়ুয়া, অর্ণব মল্লিক প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে বেতার শিল্পী মিলন ধরের উপস্থাপনায় সঙ্গীত গুরু ওস্তাদ রাজেশ সাহা প্রথমে বেহাগ রাগে খেয়াল পরিবেশন করেন। এরপর শিল্পী হংসধ্বনি রাগে আরোও একটি প্রাণবন্ত খেয়াল পরিবেশন করেন। সবশেষে নজরুল সংগীতের মাধ্যমে শিল্পী তার পরিবেশনা শেষ করেন। শিল্পীকে তবলায় সহোযোগীতা করেন বিখ্যাত তবলা শিক্ষক সুদীপ সেন গুপ্ত, হারমোনিয়ামে প্রমিত বড়–য়া, তানপুরায় তপু বড়–য়া ও শ্রাবন্তী দাশ মম।