জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ নাছের আলম তালুকদার (৩৫) নামে রাঙ্গুনিয়ার এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার ৪ দিন পর শনিবার (১৫ অক্টোবর) সকালে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। নিহত নাছের আলম উপজেলার পূর্ব বেতাগীর মির্জাখীল এলাকার বদি চেয়ারম্যান বাড়ির মুহাম্মদ আবুল উল্লাহ প্রকাশ আবুল হাশেমের একমাত্র উপার্জনক্রম সন্তান। আগামী কয়েকদিনের মধ্যে তার লাশ দেশে আনার হবে বলে জানা যায়।
জানা যায়, গত ১০ অক্টোবর তাঁর কর্মস্থলের দোকানের জন্য অর্ডার করা মালের একটি অসামঞ্জস্য হওয়ায় সেটি পাল্টিয়ে আনার জন্য সাইকেলযোগে প্রেরিত মালের পাইকারি দোকানে যাচ্ছিল নাছের আলম। যাওয়ার পথে এক ওমানী ড্রাইভার গাড়ি চালানোর সময় মোবাইলে অনলাইনে চ্যাটিং করতে গিয়ে পিছন থেকে নাছেরের সাইকেলে আঘাত করে বসে। এতে সে পড়ে গিয়ে মাথায় এবং শরীরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সোহার হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিওতে রাখা হয়। দীর্ঘ ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার সকালে ওমান স্থানীয় সময় ভোর ৬টায় মৃত্যুবরণ করেন। এদিকে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার পরিবার ও বন্ধু মহলে।
পরিবার সুত্রে জানা যায়, সে তার মা-বাবার একমাত্র উপার্জনক্রম সন্তান। গত প্রায় ৭ বছর ধরে ওমানের আল-কাবুরায় প্রবাস যাপন করে আসছিল। কয়েকমাস আগে তিনি সফরে এসে বিয়ে করেন। বর্তমানে তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। তাঁর পরিবারের সাথে কথা বলে জানা যায়, ৩/৪ দিনের মধ্যে তাঁকে দেশে আনার প্রক্রিয়া চলছে। এছাড়াও সাংগঠনিক কর্মকান্ডেও সক্রিয় ছিলেন তিনি। প্রবাসে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সদস্য এবং আল-কাবুরা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) ছাত্রসেনার সদস্য ছিলেন এবং তার আওতাধীন বেতাগী ইউনিয়ন পূর্ব পরিষদের সভাপতি ছিলেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা বেতাগী পূর্ব পরিষদ ও রাঙ্গুনিয়া উপজেলা। এছাড়াও আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন এবং রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।