বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের তারকা রজনীকান্ত বছরের শেষ দিনে তাঁর রাজনৈতিক ইনিংস ঘোষণা করেছেন। এদিন চেন্নাইয়ের সমবেত ভক্তদের সুপারস্টার রজনীকান্ত বলেন, আমি রাজনীতিতে আসছি। তার রাজনীতিতে আসা নিয়ে বেশকিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। প্রসঙ্গত, দক্ষিণ ভারতে রজনীকান্ত এতটাই জনপ্রিয় যে ধারণা করা হয়- তিনি চাইলে যে কোনো সময়েই তার রাজ্যের সরকারকে ফেলে দিতে পারেন।
সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা মারা যাওয়ার পরে এক অনুষ্ঠানে এমন কথার স্বীকৃতি রজনীর মুখে শোনা গিয়েছিল। তিনি দুঃখপ্রকাশ করে জানিয়েছিলেন, একবার তিনি সাবেক জনপ্রিয় নায়িকা ও মুখ্যমন্ত্রী জয়ললিতার সমালোচনা করেছিলেন- তারপরের নির্বাচনে জয়ললিতার দল হেরে যায়, তিনি ক্ষমতাচ্যুত হন।
চেন্নাইয়ের শ্রী রাঘবেন্দ্র কল্যাণ মণ্ডপে জড়ো হওয়া ভক্তদের রজনী জানান যে তিনি রাজনীতি কুটিল জগৎকে ভয়-ডর পান না, তবে অবশ্যই মিডিয়াকে ভয় পান। রজনীকান্ত বলেন, তবে আমার রাজনীতিতে আসতে সময় লাগবে। অবশ্য তবে তার কথায় বোঝা যায় সেই সময়টা বেশি দীর্ঘ হবে না।
দক্ষিণ ভারতের সিংহভাগ মানুষের পরমপ্রিয় শ্রদ্ধাভাজন রজনীকান্ত ঘোষণা করেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি ২৩৪ আসনের সবকটি আসনে প্রার্থী দিতে সক্ষম হবেন। সেজন্য নির্বাচনের আগে রাজনৈতিক দল গঠন করবেন।