স্পোর্টস ডেস্কঃ রোববার হারারেতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
অস্ট্রেলিয়া ১৮৪ রানের লক্ষমাত্রা দেয় পাকিস্তানকে। ব্যাট করতে নেমে ফখর জামানের ৪৬ বলে ৯১ রান এবং শোয়েব মালিকের ৪৩ রানের উত্তেজনাকর ইনিংসকে ভড় করেই জেতার স্বাধ পেয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের জন্য এটি নবম ধারাবাহিক টি-২০ সিরিজ জয় । আর অস্ট্রেলিয়ার মাটিতে ২৪ বছর পর এই টুর্নামেন্টে ফাইনাল জয়। জিম্বাবুয়ের রাউন্ড রবিন স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয় । প্রথমবারের মত বিলি স্টানল্যাক এবং অ্যারন ফিঞ্চ পাকিস্তানের কাছে পরাজয় বরন করে। এরপুর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব কটি ফাইনালেই হেরেছিলো পাকিস্তান।
টসে জিতে ব্যাট করতে নেমে দাপটের সঙ্গেই রান তুলেছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডি’আরচি শর্ট আর অ্যারন ফিঞ্চ দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। ডি’আরচি শর্ট ৫৩ বলে করেন ৭৬ রান। ফিঞ্চ ২৭ বলে করেন ৪৭। তবে বাকিদের কেউ বিশের ঘরও পেরুতে পারেননি। ট্রাভিস হেড করেন ১৯ রান।
পাকিস্তানের পক্ষে ৩৩ রানে ৩টি উইকেট নেন তারকা পেসার মোহাম্মদ আমির। দুটি উইকেট শাদাব খানের।
চতুর্থ উইকেটে অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে ১০৭ রানের বড় জুটি গড়েন ফাখর। ২৮ রান করে সরফরাজ রানআউটের কবলে পড়লেও সেঞ্চুরির ভালো সম্ভাবনা ছিল পাকিস্তানী ওপেনারের। তবে শেষ পর্যন্ত ৪৬ বলে ১২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৯১ রান করে আউট হয়ে যান তিনি। তারপর বাকি কাজটা সেরেছেন শোয়েব মালিক আর আসিফ আলি। শোয়েব ৩৭ বলে ৪৩ আর আসিফ ১১ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন।