ঢাকা: দেশের ৪০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
শনিবার (অক্টোবর ০৮) রাজধানীর ব্র্যাক সেন্টারে এপিসি এশিয়া রিজিওনাল মিটিং ২০১৬’তে প্রধান অতিথির বক্তব্য দুপুর আড়াইটায় এসব কথা বলেন তিনি।
জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘মাত্র সাত বছর আগেও থ্রিজি নেটওয়ার্ক ছিলো না। ৪০ শতাংশ মানুষ অর্থাৎ দেশের ৬ কোটি ৫০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছেন। মানুষ মোবাইল ব্যাংকিং এ অর্থ লেনদেন করছে। কিন্তু আইটি খাতে মাত্র ১০ শতাংশ নারী কাজ করছে। নারীদের আরও উৎসাহিত করতে এখন অামরা নারীদের প্রযুক্তি খাতের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি।’
এছাড়া ইনফো লেডিদের মাধ্যমে ১৬টি জেলার ঘরে ঘরে ডিজিটাল সেবা পৌঁছে দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পলক বলেন, ‘কোনো কিছুই একা করা সম্ভব না। দরকার সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ। ইন্টারনেট এর দাম কমছে দিন দিন। এখন ইন্টারনেট সেবা সবার সাধ্যের মধ্যে চলে এসেছে। এখন সবচেয়ে বেশি জরুরি বিষয়টি হলো সচেতনতা। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ইন্টারনেটের সুবিধা ও সাইবার ক্রাইম সম্পর্কে মানুষকে জানাতে হবে।
প্রধান বক্তা হিসেবে এপিসির সহকারী নির্বাহী পরিচালক চ্যাট গার্সিয়া রামিলো বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পারিক বন্ধন আরো দৃঢ় হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রত্যেকেই নানাভাবে উপকৃত হবেন বলে আশা করছি।