বিশেষ প্রতিনিধি।। হবিগঞ্জে স্কুলছাত্রীকে রাস্তায় লাঞ্ছিত করার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি
রাহুলকে চার মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি জেবিএম হাসানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। গত ২৬ আগস্ট হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে রাস্তায় লাঞ্ছিত করে বখাটে রাহুল (১৫)। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে এই ঘটনা ঘটায়। বখাটে
রাহুল স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের
নবম শ্রেণির ছাত্র। ওই ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়। দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। পরে স্কুলছাত্রীর বাবা মো.শাহজাহান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় করা মামলায় রাহুলসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়। এই মামলায় গত ৪ সেপ্টেম্বর পুলিশ বখাটে রাহুলকে গ্রেফতার করে। এরপর থেকে সে টঙ্গী
কিশোর সংশোধনাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি এই
মামলায় হাইকোর্টে তার পক্ষে জামিন চেয়ে আবেদন দায়ের করা হয়। আবেদনে বলা হয়, কিশোর সংশোধনাগারে থাকার কারণে সে পরীক্ষা দিতে পারেনি। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে যে অভিযোগ আনা হয়েছে তা রাহুলের বিরুদ্ধে করা হয়নি। মানবিক কারণে তাকে জামিন দেয়া হোক। জামিন আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ আবু তৌহিদ ভূইয়া প্রিন্স এবং রাষ্ট্রপক্ষে এসএম নাজমুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল এআর হাসানুজ্জামান উজ্জ্বল শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট অন্তবর্তীকালীন জামিনের পাশাপাশি রুল জারি করে।