আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় সরকারি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইশ ছাড়িয়েছে।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বোমা হামলায় কেবল মঙ্গলবারই ১০৬ জনের বেশি নিহত হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে ১২ শতাধিক মানুষ।
এর আগে সংস্থাটি জানিয়েছিলো গত রবিবার রাত থেকে চালানো হামলায় সোমবার পর্যন্ত ২০ শিশুসহ অন্তত ৯৪জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সংস্থাটি জানায়, ২০১৩ সালে পূর্ব গৌতায় রাসায়নিক হামলার পর ৪৮ ঘন্টায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা এটি। রাজধানী দামেস্কের কাছে এটাই বিদ্রোহীদের সর্বশেষ নিয়ন্ত্রিত এলাকা।
সরকার বাহিনীর এই হামলাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে ফ্রান্স। তবে সিরিয়ার সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। দামেস্ক জানিয়েছে, বেসামরিক নয়, তারা কেবল বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, গত দুদিনে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ এলাকায় ছয়টি হাসপাতালে হামলা হয়েছে। এগুলোর মধ্যে তিনটির সেবা দেওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এবং কয়েকজন নিহত হয়েছে।