জাকির সিকদার: দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ প্রথমবারের মতো ২৮ বিলিয়ন ডলার বা ২ হাজার ৮০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হওয়ায় রিজার্ভ বেড়ে ২৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা রিজার্ভের পরিমাণ গত বছরের ২৯ অক্টোবর প্রথমবারের মতো ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে গত বছরেরই আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার, জুনে ২৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ২৪ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। তারও আগে গত বছরের আগস্টে বাংলাদেশ
ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানিতে তুলনামূলক ভালো প্রবৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।