জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) চট্টগ্রামবাসীর সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে রাঙ্গুনিয়া বাসীও সম্পৃক্ত ছিল। শনিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোaধ এবং উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মতবিনিময় করেন। রাঙ্গুনিয়ায় উৎসব মুখর পরিবেশে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় , সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ পেশাজীবিরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ অডিটরিয়ামে বড় প্রজেক্টরে ভিডিও কনফারেন্সে সম্পৃক্ত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, সহকারি কমিশনার(ভূমি) উম্মে কুলসুম, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকতা নাজমুন আখতার, উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার, মহিলাবিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব।
অন্যদিকে, রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ, বিভিন্ন কলেজ, ৬১ মাধ্যমিক বিদ্যালয়, পৌরসভা, হাট বাজার, বিভিন্ন স্কুল, কলেজে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচারিত করা হয়।