জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ঋনের দেনা পরিশোধ করতে না পেরে এক গৃহবধু আত্মহত্যা করেছে। রবিবার (১১ অক্টোবর) ভোররাতে এই ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বেতাগী ইউনিয়নের চেংখালী এলাকায় প্রবাসী আবুল হোসেন বাবুলের স্ত্রী দিলুয়ারা বেগম (৫০) বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আসছে। ঋন নিয়ে লক্ষাধিক টাকা দিয়ে ঘরের আসবাব পত্রও কিনেছেন। ঋন নেয়ার সুবাদে বেসরকারি সংস্থার সাথে জড়িত থাকায় প্রতিবেশীদের তিনি ঋন নিয়ে দেন। কয়েকটি এনজিও থেকে তিনি পাঁচ লক্ষাধিক টাকা নিজের ও প্রতিবেশীদের জন্য নেন। ঋনের বোঝা ভারি হওয়ায় কিস্তি পরিশোধ করতে তার বেগ পেতে হতো। তাছাড়া প্রতিবেশীদেরও ঋনের টাকা নিয়মিত পরিশোধ না হওয়ায় এনজিও কর্মকর্তারা তাকে চাপ দিতে থাকে। এ নিয়ে প্রায়ই এনজিও কর্মীদের বকাঝকা শুনতে হতো তাকে। শনিবার রাতে নিহত দিলুয়ারা বেগম ঋণের টাকা পরিশোধের ব্যাপারে ফোনে তার স্বামী সন্তানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। রোববার ভোররাতে সবার অগোচরে নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে দিলোয়ারা।