স্পোর্টস ডেস্ক: তিনি মাঠে নেমেছেন মানেই রেকর্ড হবে। বিশেষ করে ক্রিকেটের টি-২০ ফরম্যাটে। তিনি এক কথায় ‘কিং অফ টি-২০’। মঙ্গলবার বিপিএলের ফাইনালে আবারও রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেললেন ক্রিস গেইল।
মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্রিস গেইল। সেই সঙ্গে তিনিই প্রথম ব্যাটসম্যান যে টি-২০তে ১১ হাজার রানের গণ্ডি পেড়িয়ে গেলেন। তারপরেই রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। ৩০৯ ইনিংসে ম্যাকালামের রান ৮৫২৬।
এখানেই শেষ নয়, গেইলই প্রথম ব্যাটসম্যান যার ব্যাট থেকে এল ২০টি টি-২০ সেঞ্চুরি। গেইলের ২০তম সেঞ্চুরির ইনিংস সাজানো ছিল ১৮টি ওভার বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি।
সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তিনিই প্রথম ১০০ ছক্কা হাঁকালেন। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও তারই দখলে। টি-২০তে গেইলের ছক্কার সংখ্যা দাঁড়াল ৮১৯টি।