ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে পৃথক স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র্যাব। এর মধ্যে একটি বাড়ি মৌলভীবাজারে বড়হাট এলাকায় ও অপরটি সরকারবাজার ফতেহপুর এলাকায়।
গতকাল রাত থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে মৌলভীবাজারের পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, দুটি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দু’টি ঘেরাও করে রাখে। ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারে তারা। রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি। এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
পুলিশের সঙ্গে কথা বলে আরো জানা যায়, যে বাড়ি দুটিতে জঙ্গি আছে সেই বাড়ি দুটির মালিক সাইফুর রহমান। দুই বাড়ির মালিকই আবার লন্ডন প্রবাসী। তাই এই সাইফুর রহমান দুইজন একই ব্যক্তি কি না তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
স্থানীয় একজন সাংবাদিক জানায়, ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা গিয়েছে। এরপর থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।
এর আগে গতকালই শেষ করা হয় সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান। এই জঙ্গীবিরোধী অভিযান ছিল বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বেশি সময় ধরে চলা এবং সবচেয়ে রক্তক্ষয়ী।
অগ্রদৃষ্টি.কম / এমএসআই