স্টাফ রিপোর্টারঃ আগামী ২৮ শে অক্টোবর মৌলভীবাজার জেলার আওয়ামীলীগের সম্মেলন।চলছে বেশ জোরেশোরেই লবিং গ্রুপিং ব্রিফিং ও প্রচার-প্রচারণা।
জেলার নেতারা কেউ দৌড়াচ্ছেন বিভাগীয় শহর সিলেট, আবার কেউ এখনো অবস্থান করছেন ঢাকাতে । সম্মেলনে কেন্দ্রীয় নেতা আসবেন কমিটি ঘোষণা হবে ঢাকা থেকে।
একটি সূত্রে জানাযায়, ৫ নেতার নাম রয়েছে প্রধানমন্ত্রীর হাতে। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা তারা দেখতে চান যোগ্য নেতৃত্বের ঘোষণা।
গত ২০শে অক্টোবর সড়ক ও সেতু মন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সাথে মৌলভীবাজার জেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দের একান্ত বৈঠকে সম্মেলন সফল করার নির্দেশনা এসেছে।
ঢাকাতে অবস্থানরত মৌলভীবাজারের অনেক নেতারা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও প্রধানমমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে।
ইতিমধ্যে জেলার সম্মেলনকে গিরে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতির নিজস্ব দলীয় একটি রিপোর্ট তথা সম্মেলনে একাধিক প্রার্থীদের আমলনামা ঢাকায় প্রধানমন্ত্রীর হাতে চলে গেছে বলে কেন্দ্রীয় এক নেতার সূত্রে জানাগেছে.।
আসন্ন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সম্মেলনে যতটুকু অনুমেয় তাতে মনে হচ্ছে, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা নিজেই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মনোনীত করবেন।
এপর্যন্ত সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জনের নাম পত্র -পত্রিকায় এসেছে। সম্ভাব্য সভাপতি ও সম্পাদক পদে দলের নেতাকর্মীদের মুখে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন। সভাপতি পদে উপাধ্যক্ষ আবদুস শহীদ, মোহাম্মদ ফিরুজ, নেছার আহমদ, অধ্যাপক রফিকুর রহমান. আলহাজ শাহাব উদ্দিন আহমদ. মুহিবুর রহমান তরফদার,ও সৈয়দ বজলুল করিম, সাধারণ সম্পাদক পদে আবদুল মালিক তরফদার সুয়েব , মো: ফজলুর রহমান, মসুদ আহমদ,মোহাম্মদ কামাল হোসেন, সাইফুর রহমান বাবুল, মিছবাউর রহমান চৌধুরী,এম এ রহিম (সিআইপি), আব্দুল মতিন,সৈয়দ মফস্বিল আলী ।
আসন্ন জেলা সম্মেলন নিয়ে বিগত কয়েকদিন ধরে দেশে বিদেশে মৌলভীবাজার জেলাবাসীর মধ্যে চলছে অনেক জল্পনাকল্পনা। কে বা কারা পাবেন দলের দায়িত্ত্ব।