মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা খুবই কম ব্রাজিলিয়ান ডিফেন্সের অন্যতম ভরসা মার্সেলোর। যদি নামেন শেষের দিকে কয়েক মিনিট তাকে দেখা যেতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন নেইমারদের বস তিতে।
আপাতত মেক্সিকোর বিপক্ষে সাইট বেঞ্চেই মার্সেলোর বসে থাকার সম্ভাবনা বেশি। অনুশীলনেও দলের সঙ্গে দেখা গেছে মার্সেলোকে। আশা করা হচ্ছিলো মাঠে নামার জন্য তৈরি হয়ে যাবেন এই ব্রাজিলিয়ান। তবে আশার কথা শোনাননি তিতে।
গেলো বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার ১০ মিনিটের মধ্যেই পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন মার্সেলো। চোট কিছুটা কমে এলে রোববার দলের সঙ্গে অনুশীলনও করেন। ফেরার সম্ভাবনা প্রবল করেলেও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিতে বলেন, আমরা দল চূড়ান্ত করেছি। ফিলিপে লুইস আমাদের হয়ে খেলবে। মার্সেলো নয়।
মার্সেলোর বদলি হয়ে সার্বিয়ার বিপক্ষেও মাঠে নামেন লুইস। প্রথমবারে মতো বিশ্বমঞ্চে খেলতে নেমে ভালো প্রভাব ফেলেছেন মাঠে। তাই তার উপরেই বাঁচা-মরার ম্যাচেও আস্থা রাখতে চাইছেন তিতে। মার্সেলো সাইড বেঞ্চে থাকবেন এমন আভাস দিয়েছেন তিনি।
সোমবার (৩ জুলাই) রাতে সামারা এরেনায় মেক্সিকোর বিরুদ্ধে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।