ডেস্ক নিউজ : আফ্রিকার দেশ মালিতে মাইন বিস্ফোরণে জাতিসংঘের চার বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন। ভয়াবহ ওই বিস্ফোরণে আহত হয়েছেন শান্তিরক্ষী বাহিনীর আরো ৪ বাংলাদেশী সেনা সদস্য।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, স্থানীয় সময় দুপুর আনুমানিক আড়াইটায় (বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৮টা) দেশটির মোপ্তি নামক এলাকার বনি ও দুয়েন্তজা শহরের সংযোগ সড়ক দিয়ে শান্তিরক্ষীরা গাড়িতে যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে।
নিহতেরা হলেন- পিরোজপুর জেলার বাসিন্দা ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ময়মনসিংহের ল্যান্স কর্পোরাল আকতার (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), পাবনা জেলার সৈনিক রায়হান (৩২ ইবি) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সৈনিক জামাল (৩২ ইবি)।
আহতেরা হলেন- নঁওগা জেলার বাসিন্দা কর্পোরাল রাসেল (৩২ ইবি), রাজবাড়ীর সৈনিক আকরাম (৩২ ইবি), যশোরের সৈনিক নিউটন (১৭ বীর) ও কুড়িগ্রাম জেলার সৈনিক রাশেদ (৩২ ইবি)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, একই এলাকায় গত মঙ্গলবার একই ধরনের ঘটনায় মালির ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।
প্রসঙ্গত, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশসহ ৫০টি দেশের প্রায় ১১ হাজার সৈন্য কাজ করছেন। যার মধ্যে ২৫টি দেশের দেড় হাজারের বেশি পুলিশ সদস্য রয়েছেন।
২০১৩ সালে মালির উত্তরাঞ্চলের বিভিন্ন শহর থেকে বিদ্রোহী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী তুয়ারেগদের হটিয়ে দেয় ফরাসি বাহিনী। এরপর ওই বছরই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করা হয়।