ইতালির মিলান থেকে তুহিন মাহামুদ: ইতালির মিলানে কন্স্যুলেট জেনারেল মিলানের আয়োজনে অনুষ্ঠিত হলো বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিকরন বিষয়ক কর্মশালা। মঙ্গলবার বিকালে মিলানোস্হ কনসুলেট জেনারেল কার্যালয়ে অনুষ্ঠানে কনসাল জেনারেল রেজিনা আহমেদ এর সভাপতিত্বে, কনসাল রফিকুল করিম এর সঞ্চালনায় প্রবাসীদের পেনশন প্রদান এবং ইতালিতে পুর্নাঙ্গ বাংলাদেশের রাষ্ট্রায়াত্ব ব্যাংক প্রতিষ্ঠার দাবী তোলেন প্রবাসী রেমিট্যান্স প্রেরনকারীরা।
কর্মশালায় মিলান সহ ইতালির উত্তর অঞ্চলের প্রায় ৩১টি এক্সচেঞ্জ হাউজ এবং বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারগন উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয়।।বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানের পক্ষ থেকে রেমিট্যান্স প্রেরনে উৎসহ প্রদানের জন্য সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণ কারীদের রেমিট্যান্স সম্মাননা প্রদানের ঘোষনা দেন কনসাল জেনারেল। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের সুফল এবং অবৈধ বা হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের কুফল কর্মশালায় তুলে ধরা হয়।
বর্তমানে রেমিট্যান্স প্রেরণ কিছুটা থমকে যাওয়ার বিভিন্ন কারন তুলে ধরে বক্তব্য রাখেন জনতা এক্সচেঞ্জ মিলান ম্যানেজার কাজী মোঃ মিজানুর রহমান, মিলান লোম্বারদিয়া আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মালিথা, নাজমুল কবির জামান.আকরাম হোসেন,.মজিবুর রহমান হারিজ, মামুন খান, মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার খান রিপন, মোহাম্মদ হানিফ শিপন, মাসুম বিল্লাহ, শফিউদ্দিন, জামিল আহমেদ সহ বাংলাদেশী প্রবাসীরা।
প্রবাসীদের পেনশন প্রদান এবং ইতালিতে পূর্ণাঙ্গ বাংলাদেশের রাষ্ট্রায়াত্ব ব্যাংক প্রতিষ্ঠার দাবী তোলেন প্রবাসী রেমিট্যান্স প্রেরনকারীরা। এছাড়া বাংলাদেশে ব্যাংকিং এ প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানানো হয়।
বিশ্ব অর্থনৈতিক মন্দা, প্রবাসীদের বেকারত্বের মাত্রা বৃদ্ধি,ইউরোর পরিবর্তে টাকার মান কমে যাওয়া সহ বিভিন্ন প্রতিকূলতার জন্য রেমিটেন্স প্রেরণ থমকে গেছে বলেও জানালেন প্রবাসীরা। এসময়েব বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জোর তাগিদ দেন অংশ গ্রহন কারীগন।
প্রবাসীদের বৈধপথে টাকা পাঠানোর প্রতি উৎসাহিত করেন নেতৃবৃন্দ! যাতে বাংলাদেশের অর্থনৈতিক দিকগুলো আরও সক্রিয় হয়। সবশেষে আপ্যানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে!
অগ্রদৃষ্টি.কম // এমএসআই