অগ্রদৃষ্টি ডেস্ক:: গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার শঙ্কায় সফর শুরুর ৪৮ ঘণ্টা আগে তা স্থগিত করে তারা।ফলে অস্ট্রেলিয়ার কাছে একটি সিরিজ পাওনা আছে বাংলাদেশের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, ২০১৭ সালের জুলাই বা সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে চায় অস্ট্রেলিয়া। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান তিনি।
সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এটা নিয়ে অনানুষ্ঠানিক আলাপ করেছি। তারা জানে ওই সিরিজ খেলতে আমরা কেমন প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে গিয়ে খেলার চেষ্টাই করছি আমরা।’
২০০৬ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে এসেছিল। সেই শেষবার দুটি দল একে অন্যের বিপক্ষে টেস্ট খেলেছে। দুই দেশের মধ্যে শেষ ওয়ানডে সিরিজ হয়েছে ২০০৮ ও ২০১১ সালে। তারপর থেকে দ্বিপাক্ষিক কোনও সিরিজ হয়নি।