অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় এক বঙ্গবন্ধুপ্রেমীর খোঁজ পাওয়া গেছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে স্বরচিত গান গেয়ে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাচ্ছেন ওই ব্যক্তি। যেখানে আওয়ামীলীগের অনুষ্ঠান সেখানেই তার উপিস্থিতি। বঙ্গবন্ধুপ্রেমীর গান দলীয় নেতাকর্মীদের মুগ্ধ করায় যে যা দেয় তা সাদরে গ্রহণ করে সেই টাকা দিয়ে সংসার চালিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগান। উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মৃত তমিজউদ্দিন ফকিরের ছেলে তোতা মিয়া (৫৫) দুই ছেলে ও দুই মেয়েসহ পরিবারের সদস্য সংখ্যা ৭জন। কর্মজীবনে নারিকেল গাছ নিড়ানী (পরিস্কার) কাজ করত। একদিন দূর্ঘটনায় গাছ থেকে পরে ঘাড়ের হাড় ভেঙ্গে যায়। কিন্তু হতদরিদ্র তোতা মিয়া ভিক্ষা না করে গান গেয়ে জীবিকা নির্বাহ করে আসছে। গত একযুগ ধরে উপজেলার যেকোন স্থানে অনুষ্ঠিত আওয়ামীলীগের সভা-সমাবেশে উপস্থিত হন তিনি। তার গলায় ঝুলানো শেখ হাসিনার ছবি, মাথায় ক্যাপ, হাতে কাঠের তৈরী নৌকা, নৌকার গায়ে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও জয়ের ছবির সাথে জাতীয় পতাকাও থাকে। কোন কোন গানে জাতীয় পতাকাও প্রদর্শন করেন তোতা মিয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নিজের লেখা গান নিজে গেয়ে দলীয় নেতাকর্মীদের মুগ্ধ করেন। তার নিজের লেখা গানের সংখ্যা ২০টি। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে অর্থকষ্টে দিনযাপন করছে। এমপি’র সুপারিশকৃত অর্থ পাননি উপজেলা থেকে। তোতা মিয়ার ইচ্ছা- বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখে নিজে যে গান লিখে গাওয়া শুরু করেছি তা তার বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে গেয়ে শোনানোর।