বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে ফের এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে প্রবাসীদের কিছু আসবাপত্রের ক্ষয়-ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।
১১ই জানুয়ারি সকাল ৬টায় কুয়েতের মাহবুলা এলাকার একটি ১১ তলা ভবনের প্রথম তলায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ভবনটিতে থাকা প্রায় সাড়ে তিন’শ প্রবাসী বাংলাদেশীরা দ্রুত নিরাপদ স্থানে চলে যান, ফলে বেশ কিছু আসবাপত্রের ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও প্রবাসীদের কোনো ধরনের সমস্যা হয়নি।
আগুন প্রথম তলা থেকে অন্যান্য তলায় ছড়িয়ে যাওয়ার আগেই নিকটস্থ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও উক্ত ভবনে বসবাসকারী প্রবাসীদের মতে, রান্নাঘরের ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
দুর্ঘটনা কবলিত ভবনে বসবাসকারী এক প্রবাসী জানান, কুয়েতের লজিস্টিক নামের একটি কোম্পানিতে কর্মরত প্রায় সাড়ে তিন’শ প্রবাসী বাংলাদেশীরা উক্ত ভবনটিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।