শাকিবের অভিযোগের তালিকায় থাকা অন্যরা হলেন নৃত্য পরিচালক সাইফ খান কালু, অভিনেতা জিয়া এবং ফাইটার শামীম।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাকিব খানের অভিযোগ দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৮ মেয়াদের নির্বাচন।
টানা দুই বার শিল্পী সমিতির সভাপতি থাকলেও এবার শাকিব নির্বাচনে অংশ নেননি। তবে ভোটার হিসেবে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে ওমর সানি-অমিত হাসান প্যানেলকে সমর্থন দিয়েছিলেন ঢালিউডের এই সুপারস্টার।
এবারের নির্বাচনে সভাপতি পদে ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। আর ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।
ভোট গ্রহণ শেষে বেশ সুষ্ঠুভাবেই গণনা চললেও রাত দেড়টার দিকে নির্বাচনী ভোটকেন্দ্রে প্রবেশ করেন শাকিব খান। সে সময় অনেকের বাধা-নিষেধ সত্ত্বেও জোর করে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকে যান।
গণমাধ্যমে আসা খবর অনুযায়ী, এর প্রতিবাদ জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানসহসহ অন্যান্য শিল্পী ভোটাররা। সেই সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থান করা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদপ্রার্থী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের মুখে এফডিসি প্রাঙ্গন ছেড়ে চলে যান ঢালিউডের এই সুপারস্টার।
লিখিত অভিযোগে শাকিব বলেছেন, “আমি বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বরত আছি। ০৫/০৫/২০১৭ তারিখে বিএফডিসি স্থিত বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হয়। ০৬/০৫/২০১৭ তারিখ দিবাগত রাত অনুমান ১টা ৩০ মিনিটে বিভিন্ন মারফত আমার কাছে খবর আসে যে নির্বাচনের ফলাফল এখনো প্রকাশিত হয় নাই। আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতি অফিসের ভেতরে ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে বিষয়টি দেখা আমার এখতিয়ারভূক্ত বিধায় আমি বিএফডিসিতে আসি এবং দেখি যে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন ও বাইরে আরো অনেক লোকজন অবস্থান করছে।”
অভিযোগে তিনি বলেন, “বিএফডিসির ভেতরে অস্ত্রহাতে বহিরাগত লোকজন কেন অবস্থান করছে জানতে চাইলে সাইফ খান কালু, সায়মন সাদিক, জিয়া এবং শামীম তার ওপর হামলা করেন এবং ছোরা দিয়ে আঘাতের চেষ্টা করেন।”
ওই সময় তাকে রক্ষা করতে গিয়ে এক ভক্ত আহত হন বলেও জানিয়েছেন শাকিব।
লিখিত অভিযোগে তিনি জানান, সন্ত্রাসীরা তাকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি এমনকি মেরে ফেলারও হুমকি দিচ্ছে।
এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে শাকিব এসব ঘটনার পরিকল্পনাকারী হিসেবে অভিনেতা জায়েদ খানের জড়িত থাকার কথা বলেছেন অভিযোগে।
শাকিব খানের অভিযোগটি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুর রশিদ।
শাকিবের ওপর হামলা চেষ্টার ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেইসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।