জগলুল হুদা : খেলা-ধুলা মানুষের বিনোদনের সাথে সাথে মনের খোরাক যোগায়। সামাজিক নানা অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করে খেলার মাধ্যমে। যুব সমাজকে বিপথগামী থেকে রুখে দাড়ানোর জন্য খেলার বকল্প নেই। দেশের মাঝে খেলা-ধুলার চর্চা করা গেলেও প্রবাসের বুকে অনেক কষ্টকর। প্রবাসের মাটিতে দেশীয় খেলাধুলা ও সংস্কৃতিকে টিকে রাখার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন আরব আমরাতের প্রবাসী কমিনিউটি নেতার। গতকাল আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্পনগরী মোসাফফায় বাংলাদেশী প্রবাদের “নাছের স্পোর্ট ক্লাব” এর উদ্যোগে মাস ব্যাপী চলে আসা ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইলান খেলায় পুষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।
নাছের স্পোর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা মোর্শেদের সভাপতিত্বে গোলাম কাদের ইফতির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য করেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। আবুধাবী বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী, আমিরাত বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, নাছের স্পোর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন, ব্রিগেডিয়ার আতিক ইব্রাহিম আল-দাহেরী, ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর সহ আরো অনেকে বক্তব্য করেন।
টুর্নামেণ্টে ১০ টি টীম অও ই গ্রুপে বিভিক্ত হয়ে খেলে আসছিল। এ গ্রুপ থেকে ফাইনালে উঠে জাবেদ, লিটন বনাম রেজাউল, রনি। বি গ্রুপ থেকে ফাইনালে উঠে আলাউদ্দিন, সায়িদ বনাম রফিক, ফারুক। এ গ্রুপ থেকে জাবেদ ও লিটন সরাসরি সেটে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। বি গ্রুপ থেকে আলাউদ্দিন ও সায়িদ ফাইনালে সরাসরি খেলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।