অগ্রদৃষ্টি ডেস্ক:: বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামী আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসিতে গভীর শোক এবং নিন্দা প্রকাশ করেছে পাকিস্তানের সরকার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, ফাঁসির ঘটনায় পাকিস্তান “গভীরভাবে শোকাহত।”
“তার একমাত্র অপরাধ ছিল তিনি (১৯৭১ সালে) পাকিস্তানের সংবিধান এবং আইন সমুন্নত রাখার চেষ্টা করেছিলেন।”
মি. নিজামীর ফাঁসিকে গণতন্ত্রের চেতনা বিরোধী বলেও আখ্যা দেওয়া হয়েছে পাকিস্তানের বিবৃতিতে। “অস্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিরোধীদের হত্যা গণতন্ত্রের চেতনার পুরোপুরি বিরোধী।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশের জনগণের জন্যও এই ঘটনা দুঃখজনক কারণ তারাই মি নিজামীকে সংসদে নির্বাচিত করেছিলো।
পাকিস্তান আবারো দাবি করেছে এই বিচার ১৯৭৪এ করা ভারত-বাংলাদেশে-পাকিস্তানের মধ্যে ত্রি-পক্ষীয় চুক্তির বরখেলাপ।
বাংলাদেশ অবশ্য এই যুক্তি মানেনা। বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, ১৯৭৪ এর চুক্তিতে অপরাধীদের দায়মুক্তি দেওয়া হয়নি।
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের খোলাখুলি আপত্তি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে পড়েছে। বাংলাদেশ এটাকে অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানের নাক গলানো হিসাবে বিবেচনা করে।
তবে পাকিস্তান যে বাংলাদেশের এই আপত্তিতে কান দিচ্ছেনা, বুধবারের এই বিবৃতি তার আরেকটি নমুনা।