এম এস ইসলাম বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলা শিবপুর উপজেলা সৈদেরগাও গ্রামের নিরীহ মৎসচাষীদের নিকট থেকে অবৈধভাবে মাছের খাবারের নামে নানান কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ঔ গ্রামের রাজু মিয়া গঠিত একটি সন্ত্রাসী বাহিনী। শিবপুর উপজেলা বালিয়াহানী গ্রামের মৃত মোসলেহ উদ্দিন মোল্লার পুত্র মাজহারুল ইসলাম গত ২৭ জুলাই পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগে করেন। অভিযোগে বলেন, সন্ত্রাসী রাজু মিয়া মৎস চাষীদের মাছের খাবার সংগ্রহ করে।
মাজহারুল ইসলাম তার নিকট থেকে মাছের খাবার ক্রয় করে যথারীতি টাকা পরিশোধ করে দেয়। পরবর্তীতে তার নিকট থেকে মাছের খাবার ক্রয় না করায় রাজু বাহিনী পুনরায় তার নিকট ৭০ হাজার টাকা দাবী করে। রাজু বাহিনীর দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ১৬ জুলাই সকাল বেলা মাজহারুল ইসলামকে আড়ালিয়া মাদ্রাসার রাস্তায় একা পেয়ে রাজু বাহিনী তার রাস্তা গতিরোধ করে এবং বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করে। এক সপ্তাহের ভিতরে তাদের দাবীকৃত টাকা না দিলে খুন জখমের হুমকি প্রদান করে।
এ সময় মাজহারুল ইসলামের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে রাজু বাহিনীর কবল থেকে তাকে উদ্ধার করে। বর্তমানে রাজু বাহিনীর ভয়ে মাজহারুল ইসলাম চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। রাজু বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নিচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।