বদরুল আলম চৌধুরী।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সীমানাঘেষে বয়ে চলা বিবিয়ানা নদীর পাড়ের আয়োজন হলো শেভরন মেলা ২০১৫। নাদামপুর স্কুলে জমজমাট এই আয়োজনে শেভরন বাংলাদেশ-এর সহযোগী ৭টি সংগঠন সংগঠনের অংশগ্রহণে মেলা প্রাঙ্গন হয়ে উঠেছিল প্রাণবন্ত ও লোকারণ্য।
বেলা ১০টায় শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে এককোটি টাকা ব্যয়ে নাদামপুর স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় উন্নয়ন মেলা। শেভরন প্রশান্ত এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট (অনুসন্ধান ও উৎপাদন) মেলোডি মেয়র আনুষ্ঠানিকভাবে মেলাটি উদ্বোধন করেন। তার সফর সঙ্গী হিসেবে দক্ষিণ এশিয়া বিজনেস ইউনিটের ব্যবস্থাপনা পরিচালক ব্র্যাড মিডিলটন, শেভরন বাংলাদেশ-এর দেশীয় প্রেসিডেন্ট কেভিন লিওন, দক্ষিণ এশিয়া বিজনেস ইউনিটের মহাব্যবস্থাপক কেইট চালাঘান, কিম মেয়ার, লিসা মিডিলটন, কিমিয়া লিওন, উপস্থিত ছিলেন। হবিগঞ্জ-২ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সম্মানিত সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আলমগীর চৌধুরী, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, নাদামপুর স্কুলের সভাপতি খালেদ আহম্মেদ পাঠান প্রমুখ অংশ নেন। আরো উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশ-এর পরিচালক (কমিউনিটি এনগেজমেন্ট) নাসের আহম্মেদ, ম্যানেজার ওবায়দল্লাহ আল এজাজ, বদরুদ্দোজা বদর, জুলফিকার আহম্মেদ চৌধুরী, মলয় কুমার সরকার, সিনিয়র কো-অর্ডিনেটর কামরুজ্জামান রিপন, মুরাদ আহম্মেদ, আব্দুল লতিফ, পারভেজ কামাল পাশা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন দৈনিক সমকাল-এর প্রতিনিধি এমএ আহমেদ আজাদ, ইনাতগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহম্মেদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাকিল হোসেন, কসবা নিউজ-এর সম্পাদক বদরুল আলম চৌধুরী প্রমুখ।
পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শণ করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। শেভরন মেলায় বিডিএসসি, এসএসকেএস, সিএনআরএস, প্রচেষ্টা, ব্র্যাক, আরডিআরএস, আইডিয়া সহযোগী সংস্থাসমূহ উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। সহযোগী সংস্থাসমূহ শিক্ষা, চিকিৎসা, বিকল্প জীবিকায়ন (সব্জী চাষ, নার্সারী, মৎস্য চাষ, হাস-মুরগী চাষ, কৃষি, কারিগরী ইত্যাদি) প্রকল্প প্রদর্শণ করে।