কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল (কেএমসি) থেকে ছাড়পত্র পাওয়ায় দেশে ফিরেছেন ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে আহত যাত্রী শাহরিন আহমেদ। এছাড়া আহত অপর যাত্রী রেজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে (বিজি০২৭) শাহরিনকে দেশে নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার সোয়া ৩টায় শাহরিনকে নিয়ে আসা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
শাকিল মেরাজ বলেন, ‘শাহরিন পায়ে আঘাত পেয়েছেন। বিমানের ফ্লাইটটিতে শাহরিনের দুই ভাইও ছিলেন।