যুক্তরাজ্য প্রতিনিধিঃ দেশ ফাউন্ডেশন ইউকের বিজনেস অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ই অক্টোবর বার্মিংহামের নিউ বিঙ্গলী হলে তৃতীয় বারের মতো অনুষ্টিত হতে যাচ্ছে বৃটিশ বাংলাদেশী বিজনেস এওয়ার্ড ২০১৯। আর এ উপলক্ষ্যে বার্মিংহামের মিটাই ঘরে আয়োজক দেশ ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্টানের শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন দেশ ফাউন্ডেশন ইউকে এর ম্যানেজিং ডাইরেক্টর রঞ্জু মিয়া এবং নানা বিষয়ে অবহিত করে বক্তব্য রাখেন দেশ ফাউন্ডেশন ইউকে এর ফাউন্ডার চেয়ারম্যান মিসবাউর রহমান মিসবাহ। ব্রিটেনে ব্রিটিশ-বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসায়ীক উদ্যোগকে স্বীকৃতি দিতে দেশ ফাউন্ডেশন প্রবর্তন করে ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড। এটি ব্রিটেনের মূলধারার একটি অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত। ২১টি ক্যাটাগরিতে এবার এওয়ার্ড প্রদান করা হবে। প্রতিবারের মতো এবারও বেশ কয়েকজন বৃটিশ এমপি সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন এই আয়োজনে । এখানে উল্লেখ্য ২০১৫ সালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিবিবি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এওয়ার্ড প্রদান করেছিলেন।