চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):: সিলেটের শিল্পপতি ও তথাকথিত দানবীর রাগীব আলী এবং তার পুত্র আব্দুল হাইয়ের বিরুদ্ধে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (৯অক্টোবর) বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গত ৮সেপ্টেম্বর পিতা-পুত্রের ৮৭বছরের কারাদন্ড চেয়ে এ মামলা (নং ১১১০/২০১৬ইং) দায়ের করেন সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। মামলায় অভিযোগ করা হয়, পলাতক থাকা অবস্থায় নিজেদের মালিকানাধীন পত্রিকা ‘দৈনিক সিলেটের ডাক’ এর প্রিন্টার্স লাইনে প্রকাশক, মুদ্রক ও সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে রাগীব আলী ও সম্পাদক হিসেবে আব্দুল হাইয়ের নাম ব্যবহার করায় বাদি এমামলা দায়ের করা হয়। ৮সেপ্টেম্বর সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে রাগীব আলীর ৫৮বছর ও তার ছেলে আব্দুল হাইয়ের ২৯ বছরের কারাদন্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে দন্ডবিধি ৪১৭ ধারায় বিবাদিদের বিরুদ্ধে সমন জারির আদেশ প্রদান করেন। অবশেষে ৯অক্টোবর মামলার ধার্য তারিখে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।