খেলাধুলা ডেস্ক: বার্সেলোনা এবার আর নিজেদের মাঠে ঘুরে দাঁড়াতে পারলো না। কাম্প ন্যু’য়ে বার্সেলোনাকে আটকে রেখে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে ইউভেন্তুস।
খেলোয়াড়-সমর্থকদের প্রত্যাশা ছিল আরেকটি রূপকথা লিখে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা। কিন্তু মেসি, নেইমার, সুয়ারেজরা এবার আর পারলেন না। দারুণ আক্রমণাত্মক এক ম্যাচ উপহার দিয়েও গোলশূন্য ড্র নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকেই বিদায় ঘণ্টাবাজল লুইস এনরিকের দলের।
ন্যু ক্যাম্পে বুধবার রাতে ফিরতি লেগে গোলশূন্য ড্রয়ের আগে প্রথম লেগে জুভেন্টাসের মাঠ থেকে ৩-০ গোলে হেরে এসেছিল বার্সা। সেটিই ফল নির্ধারক হয়ে থাকল জুভেন্টাসের সেমিফাইনালের যাত্রায়।
ঘরের মাঠে কমপক্ষে ৪-০ ব্যবধানে জিততে হতো। এমন সমীকরণে ম্যাচে শুরু থেকেই জুভদের রক্ষণে হামলে পড়েন এমএসএন ত্রয়ী। জুভেন্টাসের ডিফেন্ডাররা সত্যিকার অর্থেই মানব দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তাতে গোলশূন্য প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরেই আক্রমণের তোড় সামলাতে হয়েছে দুদলের ডিফেন্ডারদের। এসময় কুয়াদ্রাদোর কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যাওয়ার পর বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন নেইমার। পরে বোনুচ্চি-আলভেজদের নিয়ে গড়া রক্ষণকে বোকা বানিয়ে বারকয়েক ভয়ঙ্কর হয়ে উঠেছেন মেসি। কিন্তু সাফল্য আসেনি।
রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানো মাত্রই কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন সাবেক বার্সা রাইটব্যাক ও নেইমারের জাতীয় দল সতীর্থ দানি আলভেজ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই