ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আইনজীবীদের করা অনাস্থার ও চ্যারিটেবল ট্রাক্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে করা আদেন খারিজ করে দিয়েছেন আদালত।
এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করেন আদালত।
মামলার প্রধান আসামি খালেদা জিয়ার আবেদনে (০২ ফেব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত।
এর আগে সকালে খালেদা জিয়া আদালতে আত্মপক্ষ সমর্থন করে আইনজীবীর মাধ্যমে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আইনজীবীদের করা অনাস্থার ও চ্যারিটেবল ট্রাক্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে করা আদেন করেন।
বৃহস্পতিবার জিয়া অরফারেনজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিলো।
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া-তারেক রহমানসহ আসামি মোট ছয়জন। অন্য চার আসামি হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন সাক্ষী। জামিনে থাকা দুই আসামি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও শরফুদ্দিন আহমেদ আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।
ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।