আন্তর্জাতিক ডেস্ক:: কেনিয়ার সুপ্রিমকোর্ট দেশটির স্কুল শিক্ষকদের অন্তত ৫০ শতাংশ বেতন বৃদ্ধির আদেশ দিলেও সরকার তা দিতে রাজি হচ্ছে না।
আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে সব স্কুল বন্ধ করে দিয়েছে সরকার।
এদিকে তিন সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকরাও ধর্মঘট করছে।
প্রেসিডেন্ট উহুরুহু কেনিয়াত্তা ব্যাখ্যা দিয়ে বলেছেন দেশের শিক্ষকরা ইতিমধ্যেই ভাল বেতন পাচ্ছেন।
তাদের বেতন যদি আরো বাড়ানো হয় তাহলে সেটা দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে।
এ মাসের শুরু থেকেই স্কুলগুলো বন্ধ রয়েছে।
শিক্ষকরা জোর দিয়ে বলছেন সরকারের উচিত আদালতের সিদ্ধান্ত মেনে চলা।
বেসরকারি স্কুল গুলোকেও বন্ধ করে দিতে বলা হয়েছে কিন্তু কেউ কেউ এখনো খোলা রেখেছে।