আ হ জুবেদঃ কুয়েতের ফ্রাইডে মার্কেট ‘সুক আল জুম্মা’ আগামী ১০ বা ১৭ সেপ্টেম্বর খুলে দেওয়া হবে।
স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমস ‘সুক আল জুম্মার’ উপ-মহাপরিচালক ওয়ালিদ আল কান্দারি’র এক বক্তব্যের বরাত দিয়ে এ খবরটি প্রকাশ করেছে।
কুয়েতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চের মাঝামাঝি দেশটির পৌরসভার জরুরি এক বিজ্ঞপ্তিতে ফ্রাইডে মার্কেট খ্যাত সুক আল-জুম্মা বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
পরে কুয়েতের করোনা পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে,তখন প্রায় ৪ মাস পর জুলাই মাসের প্রথম সপ্তাহে সুক আল জুম্মা খুলে দেওয়া হয়।
কিন্তু করোনাভাইরাস প্রতিরোধে অপ্রতুল প্রস্তুতি আর স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে, ফলে আকস্মিক মার্কেটটি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে, গেলো ঈদের আগে একটি ঘোষণা অনুযায়ী আবারো সুক আল জুম্মা খুলে দেওয়ার বিষয়টি জানান ওই মার্কেটের উপ-মহাপরিচালক ওয়ালিদ আল কান্দারি ও স্থানীয় পৌরসভা।
তবে সংশ্লিষ্টরা জানান, সুক আল জুম্মা খুলে দেওয়া হবে, তবে তার আগে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, কুয়েতের সুয়েখ এলাকার মরুর বুকে ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় গড়ে ওঠা ”সুক আল-জুম্মা” বা ফ্রাইডে মার্কেট ব্যবসায়িক বহুল জায়গা হিসেবে বেশ পরিচিত।
এ হাটে বিভিন্ন পণ্য কিনতে আসা ক্রেতা বহু দেশের হলেও বিক্রেতাদের একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশীরা।