স্টাফ রিপোর্টঃ “দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) কুয়েতের ফাহাহিল এলাকার এক রেষ্টুরেন্টে ফাহাহিল মহানগর শ্রমিক লীগ, কুয়েতের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
ফাহাহিল শ্রমিক লীগের সভাপতি আব্দুল আলিম খানের সভাপতিত্বে ও ফজলুল হক কিরন এবং আজগর আলীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত শ্রমিক লীগের সভাপতি কামাল হুসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামছুল আলম, শামিম আহমেদ সবুজ, লিটন খাঁন, শাহাদত হুসেন বিক্রমপুরী, আব্দুর রহিম।
বক্তব্য রাখেন, জামাল গাজীপুরী, মোঃ সেলিম, আব্দুল্লা মামুন, মোঃ মাসুদসহ অনেকে।
ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম খছরু।
এছাড়াও উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান রিয়াজ, মোহাম্মদ মাসুদূর রহমান, আব্দুর রহিম,জাকির হুসেন, কামাল হুসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ জহির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মাননা ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এছাড়াও রাজনৈতিক কর্মকাণ্ডে সফলতার জন্য প্রবাসী সংগঠকদের ক্রেস্ট প্রদান করা হয়।
অন্যদিকে, মাসুদ রানাকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট নুতন কমিটি ঘোষণা করেন সভাপতি কামাল হোসেন ও সাধারণ গোলাম মাওলা ফারুক।