কুয়েতে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী পালন ও স্মরণ শিখার মোড়ক উন্মোচন।
বিশেষ প্রতিনিধিঃ শেরে বাংলা স্মৃতি পরিষদ কুয়েতের উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হক এর ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ডিসেম্বর রাত ৯টায় কুয়েত সিটির ক্লাসিক প্যারাগন হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব নাছির হাওলাদারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কোরবান আলী ও যুগ্ম সম্পাদক ইদ্রিস খানের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, বরিশাল বিভাগ পরিষদ কুয়েতের সভাপতি কামাল হুসেন, জাতীয় পার্টি কুয়েত রাজ্যের সভাপতি হাজি মাহমুদ আলী, সংগঠনের উপদেষ্টা আল আমিন চৌধুরী স্বপন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন (বাদেশিক) এর সভাপতি মিনাল, আনোয়ার হুসেন, কবি আব্দুর রহিম, সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েতের সাধারণ সম্পাদক এস,এম,আব্দুল আহাদ প্রমুখ।
নেতৃবৃন্দরা শেরে বাংলার স্মৃতিচারণ করে বলেন, শের-এ-বাংলা একে ফজলুল হক এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ দেশের কৃষক শ্রমিক তথা মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়নে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। এ কে ফজলুল হকের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
এদিকে শেরে বাংলা স্মৃতি পরিষদ কুয়েত এর ‘স্মরণ শিখা’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী।
শেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।