কুয়েতে করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।
জাতীয় টিকাদান কর্মসূচীর শুরুতেই ফাইজার বায়োনিক ভ্যাকসিনের প্রথম ডোজ নেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর বাসেল আল সাবাহসহ দেশটির রাষ্ট্রীয় শীর্ষস্থানীয় কর্মকর্তারা
স্বাস্থ্যমন্ত্রী ডক্টর বাসেল আল সাবাহ্ বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে আমরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করেছি।
আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই বলে যে, বৈশ্বিক মহামারি থেকে আমাদেরকে রক্ষা করুন।
তিনি আরো বলেন, ভ্যাকসিন ক্যাম্পেইন অব্যাহত ভাবে চালিয়ে যাওয়া হবে, নিঃসংকোচে এ সেবা প্রত্যেকেই পাবেন।
উল্লেখ্য, গত বুধবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলজিয়াম থেকে কুয়েতে এসে পৌঁছে করোনা ভ্যাকসিনের ১ লাখ ৫০ হাজার ডােজ এর একটি চালান।
টিকাদান প্রক্রিয়া শুরু করার জন্য প্রথম চালান মিশরেফ মেলাভূমিতে স্থানান্তর করা হয়েছে।
-আ হ জুবেদ