স্টাফ রিপোর্টঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনজুমানে আল-ইসলাহ্ কুয়েত শাখার উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৮ই নভেম্বর) রাত ১০টায় কুয়েতের ফাহাহিল নগরীর জনতা হোটেলে অনুষ্ঠিত উক্ত মাহফিলে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমেদ সেলিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল মুহিত নাজমুল।
উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা আবু সাইদ কুতুব উদ্দিন,সিনিয়র সহ সভাপতি আব্দুল মালিক, মাওলানা আব্দুল মুতালিব, লুতফুর রহমান লুদাই, মাওলানা মইনুল ইসলাম, সাংবাদিক আ হ জুবেদ প্রমুখ।
বক্তব্য রাখেন, মাওলানা মাহ্মুদ আলী আনছারি, ক্বারি ফিরোজ আহমেদ,সিরাজ মিয়া সহ অনেকে।
বক্তারা বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম।
শেষে দেশ ও জাতির অব্যাহত সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।