মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি” এই শ্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ শে মার্চ) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান (এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,জি)।
দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে, শ্রম কাউন্সেলর আবুল হুসেন, কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ ও দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সোনালি ব্যাংক প্রতিনিধি মো: জাকির হোসেন মজুমদার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা সহ প্রবাসী গণমাধ্যম কর্মীরা।
দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, বাণী পাঠ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা,এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনা, বাঙালি জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
সবশেষে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
?️আ হ জুবেদ