ক্রাইম রিপোর্টারঃ গত ১৮ই জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন বৈদেশিক নির্বাহী সম্মেলন ২০২০-এ যোগদানকারী কুয়েত জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ময়নুল আল-ইসলাম ও সহ-সভাপতি রায়হান উদ্দিন পোস্ট মাস্টারকে গুম ও হত্যার পরিকল্পনা করায়, কুয়েত জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আকলাকুজ্জামান মুন্নার পরিচালনায় ও সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা কাজী সফিক, চুন্নু নাথ, জ্যেষ্ঠ সহ সভাপতি জয়নাল আবেদিন, শামিম আহমেদ ও এস এম শাবুদ্দিন।
বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ময়নুল আল-ইসলাম, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, সুরুক মিয়া, বেলাল আহমেদ ও নোমান আহমেদসহ অনেকে।
কুয়েত জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিকে ঢাকায় অনুষ্ঠিত এক সভায় গুম ও হত্যার পরিকল্পনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।
বক্তারা জানান, ন্যক্কারজনক এ কর্মকাণ্ডের সাথে জড়িত জনৈক গুম ও হত্যার পরিকল্পনাকারী ব্যক্তি কিছুদিন আগে কুয়েত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদ হত্যা মামলার আসামী হয়ে দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে মাত্র দু’দিনের মাথায় আরেকটি হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।
তারা আরো জানান, কুয়েতের বাংলাদেশ দূতাবাসকে এবিষয়টি লিখিতভাবে অবহিত করেছেন।
উল্লেখ্য, কুয়েত জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিকে গুম ও হত্যার পরিকল্পনা নিয়ে একটি অডিও ভয়েস সোশ্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে কুয়েত বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে।