সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ডেলমা ইঞ্জিনিয়ারিং কম্পানির ৮০০ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে বাংলাদেশি শ্রমিক রয়েছেন ৪০০।
গত আট মাসের অধিক সময় ধরে মালিক লাপাত্তা হওয়ায় বিপাকে পড়েছেন তারা। ৭-৮ মাস ধরে অনেক শ্রমিক পাননি তাদের বেতন ভাতা। ইতিমধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। হেলথ কার্ডের মেয়াদ না থাকায় অনেকে কঠিন রোগে ভূগলেও চিকিৎসা নিতে পারচ্ছেন না অনেকেই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে থাকতে তাদের শরীরে সৃষ্টি হচ্ছে নানা জঠিল রোগ। আবুধাবিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস তাদের জন্য অন্যত্র কাজের ব্যবস্থা করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা যায় যে, কম্পানিটি এক দশক ধরে সুনামের সঙ্গে চলে আসলেও গত দেড় বছর ধরে কম্পানি নানা টালবাহনা করে আসছে। ২০১৫ সালের অক্টোবরের পর থেকে বন্ধ রেখেছে ভিসা আর হেলথ কার্ড নবায়ন। গত বছর থেকে বন্ধ করে দিয়েছে বেতন ভাতা। ফলে কম্পানির শ্রমিকরা পড়েন নানা জটিলতায়। তারা দূতাবাসের মাধ্যমে তাদের সমস্যা সামাধানের আশা করছেন।
বাংলাদেশ দূতাবাস থেকে শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা জানানোর পর তাদের রসদ দিয়েছে আমিরাতের বাংলাদেশি মালিকাধীন আলম গ্রুপ অব কম্পানি। স্থানীয় আদালত অনুমতি দিলে আলম গ্রুপে ২০০ শ্রমিকের কর্মসংস্থান করার ঘোষণা দিয়েছেন আলম গ্রুপের সিনিয়র সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল হাসান।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরানসহ দূতাবাসসংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় আদালতে মামলা নিষ্পত্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।