নিউজ ডেস্ক : আগামীকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আপিল বিভাগে শুনানির কথা রয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ গত ১৯ মার্চ এ দিন ধার্য করেন। ১৯ মার্চ দেয়া আদেশে আপিল বিভাগ বেঞ্চ ধার্য দিনে খালেদা জিয়ার জামিন আবেদনের পক্ষে-বিপক্ষে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলেন।
আগামীকালের শুনানি সামনে রেখে বিএনপি নেত্রীর আইনজীবীরা শনিবার বিকালে তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন। এ সময় খালেদা জিয়া তার অসুস্থতার কথা আদালতকে জানাতে বলেন।
এর আগে ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেন। এর পর থেকে তিনি নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
রায়ের পর খালেদা জিয়া জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। ওই আবেদনের শুনানি নিয়ে ১২ মার্চ হাইকোর্ট চারটি দিক বিবেচনায় তাকে চার মাসের জামিন দেন। হাইকোর্টের দেয়া জামিনে স্থগিতাদেশ চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে।
১৪ মার্চ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ ১৮ মার্চ পর্যন্ত জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে ওই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন।
দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ পক্ষগুলোকে আপিলের সংক্ষিপ্তসার জমার আদেশ দিয়ে ৮ মে শুনানির দিন ধার্য করেন। (জনজোয়ার ২৪)